চ্যাম্পিয়নস ট্রফিতে আজই শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ বাজেভাবে হেরে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘটেছে নাজমুল হোসেন শান্তদের। আজ স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। প্রশ্ন উঠেছে- বাংলাদেশের ভরাডুবির কারণ কী? এ বিষয়ে নানা মুনি নানা মত দিচ্ছেন। তবে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের দাবি, বিপিএলের কারণেই নাকি শান্তদের পারফরমেন্সের এই হাল।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর মাত্র ১২ দিন আগে শেষ হয়েছে বিপিএল। তাই ওয়ানডের যথাযথ প্রস্তুতিই নেওয়া সম্ভব হয়নি বলে মনে করছেন সালাহউদ্দিন। প্রায় দেড় মাসের বিপিএল শেষ করে ওয়ানডের প্রস্তুতির জন্য তেমন একটা সময় পায়নি বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব শুরুর পরদিনই প্রধান কোচ ফিল সিমন্স বলেছিলেন, এই পরিস্থিতি আদর্শ নয়। তারই খেসারত দিতে হয়েছে দলকে।
গতকাল বুধবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, ‘এটা মেনে নিতে হবে যে এখন পর্যন্ত বড় কোনো আইসিসি ইভেন্টে আমরা পারফর্ম করতে পারিনি। তবে আমি খুব আশাবাদী, আমরা খুব তাড়াতাড়ি ভালো করতে পারব। সেটার জন্য শুধু ক্রিকেটার নয়, ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আমাদের পরিকল্পনার জায়গা, আপনি যদি দেখেন এই টুর্নামেন্ট খেলতে আসার আগে পাঁচটা দল যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে।’
চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাটে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। তবে স্বাগতিকদেরও ভরাডুবিই হয়েছে। সালাহউদ্দিন বলেন, ‘পাকিস্তানে এসে যদি ত্রিদেশীয় সিরিজ খেলতাম, সেখানে প্রস্তুতির ব্যাপার আছে। ভারত আর ইংল্যান্ডও পঞ্চাশ ওভারের প্রস্তুতি নিয়েছে। আমরা কিন্তু সেই প্রস্তুতি নিতে পারিনি। একটা বিপিএল খেলার দুদিন পরই আমাদের উড়াল দিতে হয়েছে। তাই প্রস্তুতি একটা বড় ব্যাপার।’
প্রস্তুতির ঘাটতির পেছনে নিজেদের দায়ও মেনে নিয়েছেন সালাহউদ্দিন, ‘আমাদের এই প্রস্তুতির ঘাটতির জন্য আসলে... দায়ী করলে তো দুনিয়ার সবাইকে দায়ী করা যায়। ম্যানেজমেন্টে যারা থাকি, আমাদের কাজ এই প্রস্তুতিটা যেন আদায় করে নিতে পারি। হয়তো আমরা পরিকল্পনা করি কিন্তু সেটা আদায় করতে পারি না। ম্যানেজমেন্ট দিকে যারা আছে, তাদেরও কিন্তু এটা বোঝাতে হবে যে আমাদের এই ধরনের প্রস্তুতি নিতে হবে।’
ভবিষ্যতের সিরিজগুলোর আগে এই ভুল যাতে না হয়, সে ব্যাপারেও সতর্ক করেন এই কোচ, ‘প্রস্তুতির পরিকল্পনা আপনি কীভাবে করবেন, এটার জন্য শুধু ক্রিকেটার নয়, আমরা যারা ম্যানেজমেন্টে আছি, যারা বোর্ডে আছে, সবাইকে চিন্তা করতে হবে। পরবর্তী টুর্নামেন্টে কীভাবে খেলতে চাই, কীভাবে প্রস্তুতি নিতে হবে... সবকিছুর সমন্বয়ে পারফরম্যান্স আসতে পারে। হুট করে বলে দিলে পারফরম্যান্স চলে আসবে, তা কিন্তু নয়। সব কিছু নিয়ে গুছিয়ে পরিকল্পনা করে যদি এগোতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।’