মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চাঁদপুর

পুকুরে ডুবে একদিনে তিন শিশুর মৃত্যু

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

চাঁদপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান।

নিহত শিশুরা হলো চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার মো. সহিদের মেয়ে মাইমুনা (৩), ফরিদগঞ্জ উপজেলার বাগড়া বাজার এলাকার আহমেদ শেখের ছেলে মিরাজ (২) এবং হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার সাদ্দামের ছেলে জুনায়েদ (২)। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মাইমুনা খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে জুনায়েদের পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়। এছাড়া সকালে খেলতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায় মিরাজ। পরে তার মরদেহ পানিতে ভেসে উঠলে হাসপাতালে নেওয়া হয়। 

চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত