রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ভিড়

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:৪৫ পিএম

পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিতে আজ শুক্রবার রাজধানীর মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে। আজানের পর পরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদগুলো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি মসজিদের ভিতরে তিল ধারণের ঠাঁই নেই। অনেকেই মসজিদের সামনের রাস্তায় দাঁড়িয়ে নামাজে অংশ নেন।

রমজানের প্রথম জুমায় প্রতিটি মসজিদেই এ মাসের গুরুত্ব ও ফজিলতের বিষয় আলোচনা করা হয়। ইসলামে মাস হিসেবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিলো। নামাজের পর দোয়ায় মুসলিম উম্মাম শান্তি ও সমৃদ্ধি ঐক্য কামনা করা হয়। এছাড়া সকল মুসল্লির পাপের ক্ষমা চেয়ে আল্লার দরবারে দোয়া করা হয়। 

মহান রমজান মাস, যাতে কোরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। (সূরা বাকারা: ১৮৫)

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত