মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি দেবে ইসি

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৪১ এএম

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আজ সোমবার গণবিজ্ঞপ্তি জারি করতে পারে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

গতকাল রবিবার ইসির অতিরিক্ত সচিবকে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (১০ মার্চ) নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

বর্তমানে ইসির নিবন্ধিত দল রয়েছে ৫৪টি। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

২০০৮ সালে প্রথমবারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করা হয়। তখন জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধন পেতে কিছু শর্তের বিধান যুক্ত করা হয়।

আইন অনুযায়ী, নিবন্ধন পাওয়ার শর্তগুলোর মধ্যে রয়েছে দলের কেন্দ্রীয় কমিটিসহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, অন্তত এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কার্যালয় এবং অন্তত ১০০টি উপজেলা বা  মেট্রোপলিটন (মহানগর) থানায় কার্যালয় থাকতে হবে এবং প্রতিটি কার্যালয়ে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত থাকতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত