সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা আবার কর্মবিরতিতে

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৪২ এএম

‘ডাক্তার’ পদবি ব্যবহার-সংক্রান্ত রিটের রায় ঘোষণাকে কেন্দ্র করে আবার কর্মবিরতি ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেছেন দেশের ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার প্রথম দিন বিভিন্ন সরকার ও বেসরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাস বর্জন করেন।

আগামী ১২ মার্চ এই রায় ঘোষণার তারিখ রয়েছে। সে অনুযায়ী আগামী ১২ মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে। এমনকি ১২ মার্চ রায় ঘোষণা করা না হলে ও অন্যান্য দাবি মানা না হলে, এই কর্মবিরতি ও ক্লাস বর্জন অনির্দিষ্টকালের জন্য চলবে।

গত শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে দেশের চিকিৎসক কমিউনিটির ১৭টি সংগঠন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যাটস ইস্যুতে চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এসব সংগঠন সমন্বিত উদ্যোগে এই অভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

আগামী ১২ মার্চ পর্যন্ত চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের এই কর্মসূচি চলবে। সেদিন ডাক্তার পদবি-সংক্রান্ত রিটের রায় ঘোষণা করবে আদালত। রায় ঘোষণার পর নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে ম্যাটস ইস্যুতে চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এক গণশুনানি হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং কোর্স’র নাম পরিবর্তন করে ‘ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি কোর্স’ নামকরণ এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ‘ডিপ্লোমা চিকিৎসক’ হিসেবে পরিণত করার আমলাতান্ত্রিক ভয়াবহ কূটচালের বিরুদ্ধে এই গণশুনানি অনুষ্ঠিত হয় ও গণশুনানিতে এসব কর্মসূচি গৃহীত হয়। সেই গণশুনানির মতামত অনুযায়ী এসব সংগঠন এই কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে আজ সোমবার সকাল ১০টা থেকে স্বাস্থ্য খাতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের দুর্বৃত্তায়ন রুখতে অনলাইন ও অফলাইনে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল, প্রতীকী এমবিবিএস/বিডিএস সার্টিফিকেট ও বিএমডিসি সার্টিফিকেট পোড়ানো এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় প্রক্রিয়া শুরুর আলটিমেটাম ঘোষণা।

আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সব প্রতিষ্ঠানে কর্মবিরতি ও ক্লাস বর্জন। এ সময় ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীরা যথাক্রমে কর্মবিরতি ও ক্লাস বর্জন করবেন, পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এ ছাড়া বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা করে এই কর্মসূচি বর্ধিত করা হবে।

রায় ঘোষণার দিন ১২ মার্চ সারা দেশে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম ও পরীক্ষা বন্ধ, সব ইন্টার্ন এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি। এদিন বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। পরে বিকেল ৪টায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে পরবর্তী কার্যক্রম ঘোষণা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত