পঞ্চগড়ের সুইডাঙ্গা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিককে হত্যার গুলি করে প্রতিবাদে গতকাল রবিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের ই বাংলা পার্কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে সদর উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলামের নেতৃত্বে বিৃক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, জেলা জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জেলা যুব জাগপা সভাপতি কামরুল ইসলাম কুয়েত, সদর উপজেলা জাগপা সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোকন ইসলাম, জেলা যুব জাগপা সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম, জাগপা ছাত্রলীগ সভাপতি সেলিম হোসেন, পৌর যুব জাগপা সভাপতি আরিফ হোসেন বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিএসএফ সীমান্তে পাখির মতো বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে। শনিবার সদর উপজেলার ভিতরগড় সীমান্তে আল আমিন নামে এক যুবককে গুলি করে হত্যা করে লাশ নিয়ে গেছে। গত কয়েক মাসে জেলার বিভিন্ন সীমান্তে চার থেকে পাঁচজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ না হলে জাগপা ভারতমুখী গণমিছিল কর্মসূচি ঘোষণা করবে।
এদিকে, পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবক আল আমিনকে গুলি করে নিহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপার) সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। শনিবার রাতে এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।