আইসিসির আসরে এর আগে দুইবার ফাইনালে উঠে দুবারই শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। কিন্তু তৃতীয়বার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মিচেল স্যান্টনারের দল। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালে ভারতের কাছে হারতে হয়েছে কিউইদের। তবে দলের হতাশার মাঝে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন রাচিন রবীন্দ্র। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন এই কিউই অলরাউন্ডার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে ২৬৩ রান ও ৩ উইকেট শিকার করেছেন রাচিন। এর আগে ওয়ানডে বিশ্বকাপেও দারুণ ফর্মে ছিলেন তিনি। ২০২৩ বিশ্বকাপে ১০ ম্যাচে ৫৭৮ রান করেছিলেন, হাঁকিয়েছিলেন তিনটি সেঞ্চুরি। বিশ্বমঞ্চে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এই ক্রিকেটার এবারও নিজেকে প্রমাণ করেছেন।
ফাইনালে হারের পর টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন রাচিন রবীন্দ্র। ‘অবশ্যই মিশ্র অনুভূতি হচ্ছে। ফাইনালটা ছিল দারুণ, তবে শিরোপা জিততে পারিনি। ব্যক্তিগত স্বীকৃতি পেলে ভালো লাগে, তবে দলের জন্য খেলাটাই আসল আনন্দের।’
তিনি আরও বলেন, ’হয়তো ভালো উইকেটে খেলার অভ্যাস আছে বলেই আইসিসির টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারি। আমার টুর্নামেন্ট খেলতে ভালো লাগে, কারণ এখানে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে।’
শিরোপা হাতছাড়া হওয়ায় কিছুটা হতাশ হলেও দল হিসেবে লড়াই করার অনুভূতি উপভোগ করেছেন রাচিন। ’শিরোপা জিততে পারলে আরও ভালো লাগত, তবে ক্রিকেট এক নিষ্ঠুর খেলা। এখানে অভিজ্ঞ বা নবীন—সবাই সমান। দল হিসেবে সবাই মিলে লড়াই করেছি, সেটাই সবচেয়ে বড় পাওয়া।’
শিরোপা হাতছাড়া হলেও রাচিন রবীন্দ্রর পারফরম্যান্স কিউই সমর্থকদের জন্য বড় এক প্রাপ্তি। এই তরুণ অলরাউন্ডার ইতোমধ্যে বিশ্বমঞ্চে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন, যা নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যতের জন্য আশা জাগানিয়া।