মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কালিয়াকৈরে স্ত্রীকে শেকলে বেঁধে নির্যাতন, স্বামী আটক

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:১১ এএম

গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবসেও স্ত্রীকে শিকলে বেঁধে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্ত স্বামী রাইছুল মৃধাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রাইছুল (৩২) উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫ বছর আগে রাইছুল মৃধার সঙ্গে ভুক্তভোগী ওই নারীর বিয়ে হয়। এরই মধ্যে স্বামী রাইছুল মাদক কারবারে জড়িয়ে পড়েন। বিভিন্ন সময় যৌতুক দাবি করে তাকে মারধরসহ নানাভাবে নির্যাতন শুরু করে রাইছুল। গত ৬ মার্চ শ্বশুর জাহাঙ্গীর মৃধা ও শাশুড়ি বুলি বেগমের প্ররোচনায় ও সহযোগিতায় রাইছুল পুনরায় তার স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এরপর তার পা শেকলে বেঁধে ঘরে আটকে রাখেন। এরপর টানা চারদিন তার ওপর অমানবিক নির্যাতন চালান স্বামী রাইছুলসহ শ্বশুরবাড়ির লোকজন। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর ভাই মো. নয়ন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন। পরে গতকাল সোমবার সকালে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এ সময় পুলিশ অভিযুক্ত স্বামী রাইছুলকে আটক করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার এসআই মো. মাসুদ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত