উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ থেমে যাবে মাদ্রিদের কোনো একটি ক্লাবের যাত্রা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ওয়ান্দা (রিয়াদ এয়ার) মেট্রোপলিতানোতে মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে প্রথম লেগে রিয়াল জিতেছিল ২-১ ব্যবধানে। তাই আজ আতলেতিকোর মাঠ থেকে ড্র নিয়ে ফিরলেও শেষ আটে পা দেবে কার্লো আনচেলত্তির দল।
লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচটা হেরেছে ডিয়েগো সিমিওনের দল। গেতাফের বিপক্ষে ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে হারে আতলেতিকো। তাই রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে ডিফেন্সে বাড়তি নজর দিতে হচ্ছে সিমিওনেকে। আতলেতিকোর মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ দুই ম্যাচে জিততে পারেনি রিয়াল। গেল সেপ্টেম্বরে লা লিগায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। তার আগে গেল বছরের জানুয়ারিতে কোপা দেল রে’তে আতলেতিকো ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। সেই ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ ছিল। পরে অতিরিক্ত সময়ে দুই গোল করে আতলেতিকো মাদ্রিদ।
আজ যদি আতলেতিকো নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে এগিয়ে থাকে তবে খেলা অতিরিক্ত সময়ে গড়াবে। সেখানে ফলাফল না এলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। রিয়াল ও আতলেতিকো মাদ্রিদ ম্যাচে মাঠের রেফারি হিসেবে থাকছেন পোলিশ রেফারি সাইমন মার্চিনিক। ২০১৮-১৯ মৌসুমে উয়েফা সুপার কাপে রিয়াল-আতলেতিকো ম্যাচেও তিনি রেফারি ছিলেন। সেই ম্যাচটি জিতেছিল আতলেতিকো। তবে রিয়ালের আরও অনেক ম্যাচে মার্চিনিক রেফারি ছিলেন।
উয়েফাতে সাক্ষাৎকার দিয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। শেষ ষোলোতে মাদ্রিদ ডার্বি নিয়ে রদ্রিগো বলেন, ‘আতলেতিকোর বিপক্ষে ম্যাচের আবহ থাকে অন্যরকম কারণ এটি ডার্বি। শহরের বড় দুই ক্লাব। আতলেতিকোর বিপক্ষে খেলাটা সব সময়ই বিশেষ।’
লিলে-ডর্টমুন্ড ম্যাচের নজর থাকবে ফুটবলপ্রেমীদের। এই দুই দলের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আজ খেলা লিলের মাঠে। চ্যাম্পিয়নস লিগে এখন অ্যাওয়ে গোলে সুবিধার নিয়ম নেই। ফলে আজকের ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে কোন দল যাবে পরবর্তী রাউন্ডে। আর্সেনাল বলতে গেলে এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে পা দিয়ে রেখেছে। প্রথম লেগে আর্সেনাল ৭-১ গোলে হারায় পিএসভিকে। আরেক ইংলিশ ক্লাব নিজেদের মাঠে খেলবে ক্লাব ব্রুজের বিপক্ষে। প্রথম লেগে ভিলা ৩-১ গোলে জেতায় এগিয়ে থেকেই মাঠে নামবে।