মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চ্যাম্পিয়নস লিগ

টানা ষষ্ঠবার কোয়ার্টার ফাইনালে বায়ার্ন

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১১:১০ এএম

বায়ার্ন মিউনিখ আবারও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে—টানা ছয়বারের মতো। জার্মান ফুটবলে আবারও স্বাভাবিকতা ফিরে এসেছে, আর ইউরোপীয় ফুটবলেও হয়তো তাই। শেষ আটের ম্যাচে লেভারকুজেনের মতো একইভাবে ইন্টার মিলানের বিপক্ষেও যদি আধিপত্য দেখাতে পারে, তাহলে হয়তো মে মাসে ঘরের মাঠেই শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে যাবে বায়ার্ন। 

প্রথম লেগে তিন গোলে এগিয়ে থাকা বায়ার্ন কখনোই ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি। বরং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন আবারও দলের জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যেই তিনি দুবার গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন। প্রথম গোলটি অবশ্য ভাগ্যের ছোঁয়া পেয়েই এসেছে—জশুয়া কিমিচের ফ্রি-কিক লেভারকুজেনের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে কেইনের সামনে পড়ে, আর তিনি সহজেই বল জালে পাঠিয়ে দেন। 

কেইনের পারফরম্যানস কেবল ব্যক্তিগত নৈপুণ্যের প্রদর্শনী ছিল না, বরং দলীয় সংহতিরই প্রমাণ ছিল। দ্বিতীয় গোলটিতেও তিনি অবদান রাখেন, ডানদিক থেকে আক্রমণ গড়ে আলফোনসো ডেভিসকে সেটআপ করেন, যিনি নিখুঁত শটে বল জালে পাঠান। 

লেভারকুজেনের এই পরাজয় তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর বড় প্রশ্ন ছুঁড়ে দিয়েছে। মাত্র এক মাস আগেই তারা বায়ার্নকে হারিয়েছিল, তবে এবার তাদের পারফরম্যানস ছিল নিষ্প্রভ। দলের মূল অস্ত্র ফ্লোরিয়ান ভার্টজ চোটের কারণে খেলতে পারেননি, যার অনুপস্থিতি স্পষ্টই অনুভূত হয়েছে। কোচ জাবি আলোনসোCha ম্যাচের আগে বলেছিলেন যে নিয়ন্ত্রণের বদলে কিছুটা বিশৃঙ্খলা দরকার হতে পারে, তবে তার দলের খেলা ছিল অগোছালো। 

লেভারকুজেন কিছু সুযোগ তৈরি করেছিল, তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়। প্যাট্রিক শিক প্রথমার্ধে একটি দুর্দান্ত সুযোগ হাতছাড়া করেন, আর দ্বিতীয়ার্ধে ফ্রিমপং এবং শিকের শট বায়ার্ন গোলরক্ষক জোনাস উরবিগ ঠেকিয়ে দেন। তবে ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। 

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ম্যাচ শেষে দলের আত্মবিশ্বাস নিয়ে বলেন, ‘ছেলেরা আজ দেখিয়েছে তারা কতটা ক্ষুধার্ত সাফল্যের জন্য। আমরা জিতেছি, তবে আমি বেশি উত্তেজিত হতে চাই না।’ 

বায়ার্নের এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়; এটি ইউরোপের সেরাদের কাতারে তাদের অবস্থান আবারও দৃঢ় করল। এখন দেখার বিষয়, তারা কি সত্যিই চ্যাম্পিয়নস লিগের শিরোপার দিকে আরও একধাপ এগিয়ে যেতে পারে?

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত