সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

জামায়াত আমির

শিক্ষাঙ্গনে লাশের মিছিল দেশবাসী দেখতে চায় না

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৬:৫২ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল  দেশবাসী আর দেখতে চায় না।’ গতকাল বুধবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে এ জাতি মুক্তি ও স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল। ২৪-এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকতে হবে।’ এ সময় জুলাই আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের মুক্তি কামনা করেন ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে শিবির সভাপতি বলেন, ‘জুলাই আন্দোলনে সবার অবদানকে মর্যাদা দিতেই কারও তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ভালো কাজগুলোকে আরও  বেগবান করতে কাজ করা হচ্ছে।’ পুলিশের ওপর প্রকাশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, ‘যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে, সেই শাহবাগীরা আবারও জেগে ওঠেছে, তাদের  যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।’ ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত