মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সড়কে মা-মেয়েসহ নিহত ৬

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:০১ এএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। এদিকে বেনাপোল সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত হয়েছেন। নাটোরের বড়াইগ্রামে এক যুবক নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে দুজন প্রাণ হারিয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে

বগুড়া : দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা মা-মেয়ে নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার বেড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন এবং তার তিন বছর বয়সী মেয়ে রাহিয়া।

জানা যায়, রোকসানা তার মেয়ে রাহিয়াকে নিয়ে জলংগি গ্রাম থেকে নিজ বাড়িতে ফেরার জন্য অটোভ্যানে রওনা হন। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাহিয়া মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় রোকসানাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেন। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা যায়নি।

শার্শা (যশোর) : বেনাপোলের পুটখালী সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোজাম্মেল হোসেন (৪৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় দেলোয়ার হোসেন (৪৪) নামে অন্য বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে পুটখালী সীমান্তের আহমদ ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি জানায়, মাদকের একটি চালান আটক করতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিওপিতে কর্মরত সিপাহি মোজাম্মেল হোসেন ও হাবিলদার দেলোয়ার হোসেন অভিযানে যান। এ সময় মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে তাদের ধাওয়া করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে নছিমন ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামে একজন নিহত ও শাকুর আলী (২৭) নামে একজন আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার চন্ডিপুর এলাকায় বনপাড়া-লালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ও আহত শাকুর লালপুর উপজেলার হাগড়াগাড়ী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা গ্রুপের পণ্যবাহী ভটভটি ও গরুবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে মেঘনা গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুবেল হোসেন ও শাকুর আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।

বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭) গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা। আর ভ্যানচালক স্বপন খান (৬০) কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় চালক ও একজন যাত্রী মহাসড়কে ছিটকে পড়েন। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত