ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে আড়াই মাস বয়সী চুরি হওয়া শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় গাজীপুরের গোবিন্দগঞ্জ এলাকার সামসুদ্দিন ও তার মেয়ে সোনালী আক্তারকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, সদর উপজেলার ভুল্লি মুন্সিরহাট গ্রামের শিমুলের ছেলে সায়ানকে গত রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোনালী আক্তার নামের ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর বাবা শিমুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।