মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দুপক্ষের সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:০৩ এএম

রাজশাহীর তানোরে ইফতার মাহফিল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত বিএনপিকর্মী গানিউল ইসলাম মারা গেছেন। গতকাল বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

নিহত গানিউল ইসলাম তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বাসিন্দা। গত মঙ্গলবার তানোরের কৃষ্ণপুর এলাকায় বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপিকর্মী গানিউল ইসলাম (৫০) আহত হন। তিনি পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনের ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচন্দর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি আসার আগে কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করতে দুপক্ষের কর্মী-সমর্থকরা অবস্থান নেন। এ সময় ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মুজিবুর রহমান ও সাবেক সভাপতি মোমিন গ্রুপের কর্মীদের মধ্যে বাগ্বিত-া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এতে গানিউলসহ বেশ কয়েকজন আহত হন। পরে গানিউলকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তানোর থানার ওসি অফজাল হোসেন বলেন, ‘কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত