মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৫:৩১ পিএম

ঈশ্বরদী থেকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু’র মেয়ে, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবীন শিরিন পিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়কের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ার বিরুদ্ধে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাহজেবীন শিরিন পিয়া গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক ছিলেন। তবে সুযোগ পেলে প্রায়ই তিনি ঈশ্বরদীতে আসতেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে অবস্থান করছেন এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে পিয়াকে গ্রেপ্তার করে।

পিয়া ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী। ইতিপূর্বে তিনি ঈশ্বরদী পৌরসভায় আবুল কালাম আজাদ মিন্টুর বিপক্ষে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত