‘দ্রুত নির্ণয় করুন, কিডনি সুরক্ষা করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায়, ল্যাবএইড হাসপাতালে এক সেমিনারের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডা. মোহাম্মদ রফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. আছিয়া খানম। অধিবেশনে চেয়ারম্যান ছিলেন ডা. আবদুজ জাহের। প্যানেল অব এক্সপার্ট হিসেবে ছিলেন ডা. মো. মনিরুজ্জামান ও ডা. এ এস এম জুলফিকার হেলাল। সেমিনারে কিডনি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকারের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মনিরুজ্জামান এবং কিডনি রোগ ও বন্ধ্যাত্বের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. এ এস এম জুলফিকার হেলাল। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রি. জে. (অব.) প্রফেসর ডা. সুভাষ চন্দ্র রায়। ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি