রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ, কাজ বন্ধ

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০২:৫৮ এএম

সিরাজগঞ্জের তাড়াশের পৌর এলাকার খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে এলাকাবাসীর বাধায় ভবন নির্মাণকাজ বন্ধ রয়েছে। ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সেই অংশ ভেঙে আবার নির্মাণ কাজ করা হবে জানিয়েছে উপজেলা প্রকৌশলী।

জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের এ ভবনটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজের শুরুতে বিদ্যালয়ের খেলার মাঠে গর্ত করে মাটি নিয়ে নির্মাণাধীন ভবনের নিচু অংশ ভরাট করে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও মাঠের গর্ত ভরাট না করায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতে গর্তে জমা পানিতে পড়ে শিক্ষার্থীদের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন অবিভাকরা।

এ বিষয়ে খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ (অভিভাবক-শিক্ষক সমিতি) সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘ভবন নির্মাণে নিম্নমানের ইট ও বালু ব্যবহার করায় আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনিকা টেডার্সের স্বত্বাধিকারী বজলুর রহমান ও তদারকি কর্মকর্তা তাড়াশ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বাবুল আখতারের কাছে অভিযোগ করেছি। এ ছাড়া খুটিগাছা গ্রামবাসী এর প্রতিবাদ জানিয়ে নির্মাণকাজে বাধা দেয়। ফলে গত ১০ মার্চ থেকে নির্মাণকাজ বন্ধ রয়েছে।’

নিম্নমানের ইট ও বালু ব্যবহারের বিষয়টি স্বীকার করে ভবনটির নির্মাণকাজের শ্রমিক রফিকুল ইসলাম ও ছাদেক আলী বলেন, ‘নিম্নমানের ইট দিয়ে কিছু কাজ করা হয়েছে। পরে এলাকার লোকজন বাধা দিলে অবশিষ্ট ইট সরিয়ে বিদ্যালয়ের পুরাতন ভবনের সামনে স্তূপ করে রাখা হয়েছে। কিছু খারাপ বালু এসেছে। এর সঙ্গে ভালো বালু মিশিয়ে কাজ করা হচ্ছে।’

খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা মোহন্ত বলেন, ‘ঠিকমতো বুঝে নিতে বিদ্যালয়ের পিটিএ সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রকৌশলী ফজুলল হক বলেন, ‘বিদ্যালয় ভবন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হলে সেই অংশ ভেঙে ভালো ইট দিয়ে আবার নির্মাণকাজ করা হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত