আফগানিস্তানের তারকা ব্যাটার হজরতুল্লাহ জাজাইয়ের দুই বছর বয়সী কন্যা মারা গেছেন। সোশ্যাল মিডিয়ায় এই তথ্য দিয়েছেন আফগানিস্তানের জাতীয় দলের সদস্য করিম জানাত। এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ সমবেদনা জানিয়েছেন ২৬ বছরের আফগান ব্যাটারকে।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডিতে করিম জানাত লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে সবাইকে জানাতে চাই যে, আমার ঘনিষ্ট বন্ধু, ভাই হজরতুল্লাহ জাজাই তার কন্যাকে হারিয়েছেন। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তার এবং তার পরিবারের জন্য আমাদের হৃদয় কাঁদছে। এই মর্মান্তিক ক্ষতির মধ্য দিয়ে যাওয়া পরিবারটিকে আপনারা দয়া করে প্রার্থনায় রাখুন। হজরতুল্লাহ এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’
ঠিক কী কারণে হজরতুল্লাহর সন্তানের মৃত্যু হয়েছে, সেটা জানা যায়নি। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। দেশের হয়ে এখনও পর্যন্ত ১৬টি ওয়ানডে এবং ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ তাকে জাতীয় দলে দেখা গেছে গত বছরের ডিসেম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দলে তার জায়গা হয়নি।