পাকিস্তানে নারী বিশ্বকাপের বাছাইপর্বের খেলার জন্য কদিন আগেই দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয় নারী দলের। এবার সেই প্রতিযোগিতার সূচী প্রকাশ করেছে আইসিসি। ৬ দলকে নিয়ে আগামী ৯ থেকে ১৯ এপ্রিল লাহোরে বসবে এ বাছাইপর্ব। সেখান থেকে দুটি দল জায়গা করে নেবে বিশ্বকাপে।
সবগুলো ম্যাচ লাহোরে হলেও দুটি মাঠে খেলা পরিচালিত হবে। একটি সদ্য সংস্কারকৃত গাদ্দাফি স্টেডিয়াম, আরেকটি লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড (এলসিসিএ)। গাদ্দফি স্টেডিয়ামের উল্টো পাশে অবস্থিত এ মাঠে প্রতিযোগিতার দ্বিতীয় দিন ১০ এপ্রিল সহজ প্রতিপক্ষ থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচের সূচী
১০ এপ্রিল- থাইল্যান্ড- এলসিসিএ (দিবা)
১৩ এপ্রিল- আয়ারল্যান্ড- গাদ্দাফি (দিবা রাত্রি)
১৫ এপ্রিল- স্কটল্যান্ড- গাদ্দাফি (দিবা রাত্রি)
১৭ এপ্রিল- ওয়েস্ট ইন্ডিজ- এলসিসিএ (দিবা)
১৯ এপ্রিল- পাকিস্তান- এলসিসিএ (দিবা)
রাউন্ড রবিন পদ্ধতিতে ৬ দল পরস্পরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল জায়গা করে নেবে বিশ্বকাপে। এর আগে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ১০টি দেশ নিয়ে হওয়া আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ থেকে আয়োজক ভারতসহ জায়গা করে নিয়েছে সরাসরি ৬ দেশ। ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট সমান হলেও, জ্যোতিরা পিছিয়ে ছিলেন নেট রানরেটের হিসাবে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ হারের কারণে এ বাছাইপর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে।