একের পর এক বিদায় নিচ্ছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। সেই জায়গায় আসবে নতুন মুখ। নতুন প্রজন্মের ক্রিকেটারদের ওপর বিশ্বাস রাখতে হবে বলে জানিয়েছেন বিসিবি ডিরেক্টর নাজমুল আবেদীন ফাহিম। সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ইফতারে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সময় আসছে পুরনোদের তো যেতেই হবে। কিন্তু আমার মনে হয় গত কিছুদিন আমরা বোধহয় নতুন কিছু খেলোয়াড়দের দেখেছি যারা যথেষ্ঠ যোগ্যতা রাখে জাতীয় দলে খেলার। আমরা যদি মিডিয়াতে দেখি, আপনাদের আলাপ-আলোচনাতেও দেখি অনেকের কথাই উঠে আসে ও কেন দলে নেই, ও কেন দলে নেই। এ নিয়ে অনেক তর্ক-বিতর্কও হতে দেখি।’
ফাহিম যোগ করেন, ‘এর মানে হচ্ছে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ওরা কেমন করবে এটা আগে থেকে বলাটা একটা মুশকিল। ওদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হয়েছে ওরা হয়ত মানিয়ে নিতে পারবে। হতে পারে একটু সময় লাগতে পারে কিন্তু আমার কাছে মনে হয় নতুন যে প্রজন্ম উঠে আসছে সেখানে যথেষ্ঠ প্রতিভা আছে এবং তারা যোগ্য হিসেবেই দলে জায়গা পাবে।’
তরুণ কিংবা নতুনরাও ভালো করবে সবাইকে এমনটা বিশ্বাস করতে বলছেন নাজমুল আবেদীন। তিনি বলেন, ‘আমরা সবাই যদি মনে করি তারা যোগ্য নয়, যারা চলে যাচ্ছে তাদের থেকে খারাপ এবং তাদের মতো খেলোয়াড় আর কোনোদিনই হওয়া সম্ভব নয় তাহলে আমার মনে হয় না নতুন খেলোয়াড় উঠে আসবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো, আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে তারা যোগ্য হিসেবেই এখানে আসছে। আমি বিশ্বাস করি তারা ভালো পারফর্ম করবে।’