নরসিংদীর মনোহরদীতে অস্ত্র বিক্রির সময় শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত শনিবার রাতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভা-া মুরগি বাজারসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল হান্নান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মামুন প্রধান (৩৫) এবং উপজেলার আশ্রাফপুর গ্রামের আজিম খান (২৫)।