শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সাকিব মেগাস্টার, আমি ওই পর্যায়ে যাইনি : হামজা

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৮:২৬ পিএম

দেশে নামার পর থেকেই হামজা চৌধুরী টের পাচ্ছেন তাকে ঘিরে উন্মাদনা। হাজারো মানুষ ভিড় করছেন তার বাড়ির সামনে। বাংলাদেশে পা রেখেই ক্রীড়াঙ্গনসহ সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন হামজা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নও উঠছে হামজাই কি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা? হামজার তুলনাটা হচ্ছে ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে। কার বেশি খ্যাতি, এ নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে, হামজার কাছেও গেল সেই প্রশ্ন।

সাকিবের সঙ্গে তার চলমান তুলনা নিয়ে হামজা বলেছেন, ‘সাকিব একজন মেগাস্টার, এতো বছর ধরে বৈশ্বিক পর্যায়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন, আমি কমপেয়ার করতে চাই না। আমি মনে করি না এখনো সেখানে গিয়েছি।’

হামজা সাকিবকে চেনেন আগে থেকেই। ২০২০ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেন। সাকিবের খেলার আপডেট নেন।

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা হামজার।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত