বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

‘বিএনপি খুলনা’ ব্যানারে মৌসুমী চাঁদাবাজি

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৮:৩১ পিএম

একটি স্বার্থান্বেষী মহল ‘বিএনপি খুলনা’ ব্যানারে ইফতার মাহফিলের নামে চাঁদা তুলছে উল্লেখ করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। গত রবিবার রাতে দেওয়া বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ওই নামে খুলনায় কোন রাজনৈতিক দল নেই। ‘বিএনপি খুলনা’ ব্যানারে যারা চাঁদা তুলছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান তারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ ‘বিএনপি খুলনা’ ব্যানারে চাঁদা সংগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বলেন, মহল বিশেষ যারা বিএনপি থেকে পদত্যাগ করেছেন তারা বিভিন্ন সময়ে, বিভিন্ন মৌসুমে মৌসুমী চাঁদাবাজি করছেন। বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে তা মহানগর বিএনপি কোনভাবেই বরদাশত করবে না।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি বিএনপি খুলনা মহানগর শাখার নেতৃত্ব সাধারণ কাউন্সিলরদের ভোটে নির্ধারণ হয়েছে। কেডিএ এভিনিউ’র তেঁতুলতলা স্থানে যারা ‘বিএনপি খুলনা’ ব্যানারে ইফতার মাহফিলের নামে চাঁদাবাজি করছেন অবিলম্বে তা বন্ধ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা। একই সাথে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে স্থানীয় প্রশাসন ও বিএনপির মনিটরিং সেলকে অবহিত করার আহ্বান জানান।

বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত