কিশোরগঞ্জের ভৈরবে ড্রেজার দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে লতিফ মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের খালপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, ড্রেজারটি বন্ধ করে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনাসহ জরিমানা ও সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।