সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কুমিল্লায় ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৬:৫৩ পিএম

কুমিল্লায় ভুল চিকিৎসায় ইমরান হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজনরা হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর করেন। রবিবার (১৬ মার্চ) রাতে কুমিল্লা নগরীর নজরুল অ্যাভিনিউতে ট্রমা হসপিটালে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের ২য় মুরাদপুর এলাকার প্রবাসী হুমায়ুন মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, ইমরান হোসেন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ডা. আতাউর রহমানের কাছে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক ইমরানকে অপারেশন করার পরামর্শ দেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল আটটায় রোগীকে সার্জারি করার উদ্দেশ্যে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। চার ঘণ্টার অপারেশনের সময়ের কথা জানালেও অপারেশন সম্পন্ন হয় ৭ ঘণ্টায়।

পরে, রোগীর অবস্থায় অবস্থার অবনতি হলে রোগীকে নিবিড় পরিচর্যা কক্ষ (আইসিইউতে) স্থানান্তর করা হয় ইমরানকে। তিনি দু-দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

স্বজনরা অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসার কারণে ইমরান আইসিইউতে মারা যাওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী বেঁচে আছে বলে জানিয়ে আরও প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নেয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে উত্তেজিত হয়ে স্বজনরা হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হাসপাতালে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত