শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

হুতিদের বিরুদ্ধে অভিযান জারি থাকবে : যুক্তরাষ্ট্র

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৫ এএম

ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়াশিংটন বলছে, নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন হুতি সদস্য রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এ দাবির বিষয়টি এখনো নিশ্চিত করেনি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। হুতি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাতে বন্দরনগরী হুদাইদাতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত হুতিদের বিরুদ্ধে অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ফক্স নিউজের সানডে মনিং ফিউচারসে বলেন, হুতিরা যখনই বলবে আমরা আপনাদের জাহাজে হামলা বন্ধ করব, তখনই আমরা তাদের ড্রোনে গুলি করা থামিয়ে দেব। তাদের ঘোষণ এলেই এ অভিযান শেষ হয়ে যাবে। কিন্তু তার আগপর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বিষয়টি হলো গুরুত্বপূর্ণ জলপথে আমাদের সম্পদ নিশানা করে হামলা বন্ধ করতে হবে। যাতে করে জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরায় চালু করা যায় এবং এটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ। ইরান হুতিদের দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তা বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের এ হুমকির জবাবে হুতিরাও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করলে তারাও পাল্টা হামলা অব্যাহত রাখবে। এক টেলিভিশন বক্তৃতায় হুতি নেতা আবদুল মালিক আল-হুতি বলেছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে লোহিত সাগরে দেশটির জাহাজ লক্ষ্য করে আমাদের হামলাও জারি থাকবে। তারা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে, আমরাও হামলার মাধ্যমে জবাব দেওয়া জারি রাখব। হুতিদের রাজনৈতিক ব্যুরো যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছে। এর আগে ইয়েমেনে সব ধরনের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত