ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে, হারলে তিনে নেমে যাবে। এমন সমীকরণ সামনে রেখেই আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। ৭০ মিনিট পর্যন্ত ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। দুই মিনিট পর রবার্ট লেভানডফস্কির গোলে শুরু, এরপর ফেরান তোরেসের গোলে সমতায় ফেরা। যোগকরা সময়ে আরও দুই গোল করে বার্সা ম্যাচটা জিতেছে ৪-২ ব্যবধানে। জোড়া গোল করেছেন তোরেস। অপর গোলটি করেন লামিন ইয়ামাল।
জয়ের পর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘আমি এই দলকে নিয়ে খুশি ও গর্বিত। তারা কখনো হাল ছাড়ে না, এই তিন পয়েন্ট পাওয়া দারুণ ব্যাপার এবং শীর্ষে ফিরে আমরা আনন্দিত।’ লা লিগায় টানা দুই ম্যাচে হারল আতলেতিকো। দলটির কোচ ডিয়েগো সিমিওনে বলেন, ‘আমরা শেষ পর্যন্ত লড়াই করব। এখনো ১০ ম্যাচ বাকি আছে, এর সবই আমাদের জিততে হবে। এটা ভাগ্যের ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে কঠোর পরিশ্রমের ওপর।’ লা লিগায় ২৭ ম্যাচ শেষে ৬০ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা, ৬০ পয়েন্টে দুইয়ে রিয়াল আর ৫৬ পয়েন্টে তিনে আতলেতিকো।