হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এটা সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে হয়েছে। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে হবে।
বুধবার (১৯ মার্চ) হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় উপদেষ্টা ও কুমিল্লা জেলার সভাপতি আল্লামা নুরুল হকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ভারতে মুসলিমদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, যা আমাদের গভীর উদ্বেগের কারণ। সম্প্রতি লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে এক ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হোলির অজুহাতে মুসলিমদের নামাজ আদায়ে বাধা দেওয়া হয়েছে এবং নামাজরত মুসল্লিদের ওপর সরাসরি হামলা চালানো হয়েছে! ভারত এসব বন্ধ না করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহ, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, কুমিল্লা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি শামছুল ইসলাম জিলানী, কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, কুমিল্লা জেলার সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতী আমজাদ হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তরের সভাপতি ও হেফাজতে ইসলাম মহানগরীর সহ-সভাপতি মাওলানা তৈয়্যব, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু।