বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপকে ৩ গোল দিল ভারত

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ ২৫ মার্চ। তার আগে আজ ভারত প্রীতি ম্যাচ খেলেছে মালদ্বীপের বিপক্ষে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারত ম্যাচটি জিতেছে ৩-০ গোলে। ১২ ম্যাচ পর জয় পেল ভারত। এর আগে তারা সবশেষ ম্যাচ জিতেছিল ২০২৩'র নভেম্বরে কুয়েতের বিপক্ষে।

মালদ্বীপের বিপক্ষে এই ম্যাচ দিয়ে অবসর ভেঙে ফিরেছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এই ম্যাচেও পেয়েছেন গোল। ম্যাচের ৭৬ মিনিটে তিনি ম্যাচের তৃতীয় গোলটি করেন। তাতে আন্তর্জাতিক ফুটবলে ছেত্রীর গোল সংখ্যা হল ৯৫টি।

তার আগে ৩৪ ও ৬৬ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। দুটি গোলই হয় একই ভাবে, কর্ণার থেকে হেডে গোল। ৩৪ মিনিটে গোল করেন রাহুল বেকে আর ৬৬ মিনিটে লিস্টন কোলাসো।

একই মাঠে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নামার আগে জয়টা আত্মবিশ্বাসী করে তুলবে ভারতকে। ফিফা র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান ১২৬ নম্বরে। আর বাংলাদেশের অবস্থান ১৮৫। আজ ভারত যাদের হারিয়েছে সেই মালদ্বীপের অবস্থান ১৬৫। তবে বাংলাদেশ ও ভারতের ম্যাচ প্রতিদ্বোন্দ্বিতাপূর্ণ হয়।

বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। সব ঠিক থাকলে ভারতের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হবে তার। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন তিনি, বর্তমানে ধারে খেলছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। হামজাকে ঘিরে প্রত্যাশা বেড়েছে বাংলাদেশের সমর্থকদের। তবে ভারতও সুনীলকে অবসর থেকে ফিরিয়ে জয় দিয়েই প্রস্তুতি সারলো।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত