ইত্যাদির বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের একটি মিউজিক্যাল ড্রামা। আর ঈদ এলে তো কথাই নেই, যুক্ত হয় নিত্যনতুন সব বিষয়। আর এই বিষয়গুলোই ইত্যাদিকে অন্যসব অনুষ্ঠান থেকে ভিন্নতা এনে দিয়েছে।
প্রযুক্তির অগ্রযাত্রার এ সময়ে শিক্ষা, চিকিৎসা, খাবার, কেনাকাটা, বিনোদনসহ সর্বত্রই বাড়ছে অনলাইন নির্ভরতা। এ প্ল্যাটফর্মগুলো যেন জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। একইভাবে সচেতনতার অভাবে ডিজিটাল মাধ্যমে নানাভাবে ফাঁদেও পড়ছেন অনেকে। অনলাইনের সে রকমই তিনটি ঘটনা সুরে সুরে তুলে ধরেছেন তিন জনপ্রিয় দম্পতি শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, এফ এস নাঈম-নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ। এদিকে অর্থনৈতিক টানাপড়েনে সংসারের ঘানি টানতে টানতে অনেকেরই জীবন অতিষ্ঠ। তেমনি এক মধ্যবয়সী ব্যক্তি ঘরে-বাইরে, অফিসে-রাস্তায় অতিষ্ঠ হয়ে জীবনের সব ক্ষোভ উগরে দিলেন সুরে সুরে গানে গানে। গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুর স্বকণ্ঠে গাওয়া এই গানে তার সঙ্গে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র্যাপ শিল্পী মাহমুদুল হাসান। চমৎকার চারটি বক্তব্য নিয়ে এবারের এই মিউজিক্যাল ড্রামাগুলো দর্শকদের ভীষণ আনন্দ দেবে বলে জানিয়েছে ফাগুন অডিও ভিশন।
এবারও ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।