শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলার অভিযোগ

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:০৪ এএম

জয়পুরহাটের ক্ষেতলালে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার ইফতারের আগমুহূর্তে ক্ষেতলাল থানায় এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন দেলোয়ার হোসেন ওরফে বাবু, বিপ্লব হোসেন, ফারুক হোসেন, উজ্জল ও সজিব। আহত দুই পুলিশ সদস্য হলেন কাজী জাফর ও সুমন হোসেন।

জানা যায়, থানায় পুলিশ হেফাজতে থাকা তিনজনকে ছিনিয়ে নিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থর নেতৃত্বে কয়েকজন থানায় ঢুকে পড়ে। এ সময় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য বাধা দিলে তাদের সংঘর্ষ বাধে। পরে বিএনপি নেতাকর্মীরা থানা অবরুদ্ধ করে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তোফাজ্জল হোসেন জানান, ঘটনার দিন জমি রেজিস্ট্রির জন্য উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যান। তখন বিএনপি নেতাকর্মীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা জানালে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ রেজিস্ট্রি করতে দেওয়া হবে না বলে হুমকি দেন।

তাকে বাধা দিতে গেলে তাকেসহ চার আত্মীয়কে মারপিট করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে আটক করে। এ ঘটনায় তার স্ত্রী জয়নব থানায় মামলা করতে যান।

খবর পেয়ে ইফতারের আগমুহূর্তে বিএনপি নেতা পার্থ দলবল নিয়ে থানায় হামলা করেন।

মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযুক্ত মেহেদী আশিক পার্থর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। যদি দলের কেউ অপরাধ করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

ক্ষেতলাল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে থানায় দুটি পৃথক মামলা রুজু হয়েছে। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত