শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

এলাকায় ঢোকা নিয়ে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ২ জন নিহত

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০১:৩৯ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ দুইজন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন আরও ১০ জন। আজ শুক্রবার ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিন (২৩) ও বাশার (৩৫), তারা চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সামসু মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত ৫ আগস্টের পর সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকায় ফিরে এসে সালাম মিয়ার সমর্থকদের এলাকা থেকে বিতাড়িত করেন। 

আজ ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা আবারও এলাকাটিতে প্রবেশের চেষ্টা করলে, এতে বাধা দেয় বিএনপি নেতা সামসু মেম্বার ও তার সমর্থকরা। এক পর্যায়ে দেশীয় অস্ত্র, দা, ছুরি, ককটেল ও বন্দুক নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে ও ছুরিকাঘাতে সালাম মিয়ার দুই সমর্থক নিহত হন। এছাড়া, উভয় পক্ষের আরও ১০ জন আহত হন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহামুদ জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে, তবে ওই এলাকা দুর্গম চরাঞ্চল হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত