আইপিএলের ১৮তম আসরের পর্দা উঠেছে আজ। উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে টসে হেরেছে স্বাগতিক কলকাতা। নেমেছে ব্যাটিংয়ে। বেঙ্গালুরুর বোলিংয়ের শুরু ওভারেই টিভি স্ক্রিনের শুরুতেই দেখা গেল বোলার হিসেবে বিরাট কোহলির নাম।
চমকাবার কিছু নেই। ওটা আসলে সম্প্রচারকদের ভুলে নাম বসেছে কোহলির। জশ হ্যাজেলউড তখন বল করছিলেন। তার ওই ওভারে কুইন্টন ডি ককের উইকেটও আদায় করে নেন। কিন্তু স্ক্রিনে তখনও ছিল কোহলির নাম। সম্প্রচারকদের ভুলে হ্যাজেলউডের বদলে কোহলি হয়ে যান ১৮তম আসরের প্রথম উইকেট শিকারী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.১ ওভার শেষে কলকাতা ১ উইকেটে ৬৬ রান সংগ্রহ করেছেন। আজিঙ্কা রাহানে ২৩ বলে ৪৪ ও সুনীল নারিন ১৭ রানে অপরাজিত আছেন।