বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় রঞ্জু প্রামানিক (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) দুপুর ১২টায় উপজেলার বিদ্যুৎনগর আপুইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল ফাঁড়ির সাব-ইন্সপেক্টর শামিনুল ইসলাম।
নিহত রিকশাচালক বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের পশ্চিম পটিতা পাড়া এলাকার আবুজাফর প্রামাণিকের ছেলে।
সাব-ইন্সপেক্টর শামিনুল ইসলাম জানান, ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। ট্রাকটি সার বোঝাই করে কাহালুর উদ্দেশে যাওয়ার সময় বিদ্যুৎনগর এলাকায় থেকে যাত্রী নেমে দিয়ে ইউটার্ন করে তিনমাথার দিকে যাওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হয়েছেন।