বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বগুড়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৮:২৭ পিএম

বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় রঞ্জু প্রামানিক (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) দুপুর ১২টায় উপজেলার বিদ্যুৎনগর আপুইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল ফাঁড়ির সাব-ইন্সপেক্টর শামিনুল ইসলাম। 

নিহত রিকশাচালক বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের পশ্চিম পটিতা পাড়া এলাকার আবুজাফর প্রামাণিকের ছেলে।

সাব-ইন্সপেক্টর শামিনুল ইসলাম জানান, ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। ট্রাকটি সার বোঝাই করে কাহালুর উদ্দেশে যাওয়ার সময় বিদ্যুৎনগর এলাকায় থেকে যাত্রী নেমে দিয়ে ইউটার্ন করে তিনমাথার দিকে যাওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত