মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৫:৪৭ এএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১৭ হাজারই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ কয়েক হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা। নিহতদের অধিকাংশ শিশু, নারী ও বয়স্ক মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় আহতের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৭৪ জনে পৌঁছেছে। দৈনিক হিসাবে রবিবার গাজায় নিহত হয়েছে ৪১ জন এবং আহত হয়েছে আরও ৬১ জন। এ ছাড়া এদিন ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহও উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ৫০ হাজারের বেশি নিহতের পাশাপাশি আহত হয়েছে এক লাখের বেশি ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ বাসিন্দার অধিকাংশ। তেল আবিবের হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। উপত্যকাটির প্রায় ৭০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ইসরায়েলি অবরোধে খাদ্য, জ¦ালানি ও ওষুধের মতো জরুরি পণ্যের অভাব দেখা দিয়েছে গাজায়।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। নিহত ওই নেতার নাম সালাহ আল-বারদাউইল। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ নিহত হন এই হামাস নেতা। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি ইসরায়েলি কর্মকর্তারা।

গত মঙ্গলবার থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ব্যাপক হামলা শুরু করেছে। গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এবং প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়াতে অস্বীকার করার জন্য হামাসকে দোষারোপ করেছে। কিন্তু হামাস ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত