কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে মেহেরপুর শহরে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আফজাল সুজ কম্পানির সত্ত্বাধিকারী। আজ সোমবার ভোর রাতে শহরের জুতা ব্যবসায়ী ও ঠিকাদার নুরুল ইসলামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, পুলিশ আওয়ামী লীগের সাবেক এমপি আফজাল হোসেনের মেহেরপুরে আত্মগোপনে থাকার সংবাদ পান। সোমবার ভোরে অবস্থান নিশ্চিত হলে পুলিশ শহরের যাদবপুর রোড়ে নুরুল ইসলামের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন আফজাল হোসেনের অবস্থান স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, সাবেক এমপিকে গ্রেপ্তারের পর কিশোরগঞ্জ থানায় জানানো হয়েছে। কিশোরগঞ্জ পুলিশ তার বিরুদ্ধে সুনিদিষ্ট মামলার তথ্য মেহেরপুর পুলিশকে পাঠিয়েছে। কিশোরগঞ্জের মামলায় তাকে আটক দেখানো হয়েছে। তিনি মেহেরপুর থানা হাজতে বন্দি আছেন। কিশোরগঞ্জ পুলিশ মেহেরপুর পৌঁছলে তাকে কিশোরগঞ্জ পুলিশের হাতে হস্তান্তর করা হবে।