মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ৮ জোড়া ট্রেন সার্ভিসের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। গতকাল দুপুর ১২টার দিকে চাষাঢ়া রেলস্টেশনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এই উদ্বোধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মাইনুদ্দিন প্রমুখ।
মহান স্বাধীনতা দিবসে নরসিংদীবাসীর বহুল প্রত্যাশিত নরসিংদী কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে ৩৬ যাত্রী নিয়ে ট্রেনটি ভৈরব রেলস্টেশন থেকে রওনা হয়। পথে রায়পুরা উপজেলার দৌলতপুর ও মেথিকান্দা স্টেশনে যাত্রাবিরতি দিয়ে সকাল সাড়ে ৭টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে নরসিংদী রেলস্টেশন থেকে ১০৫ যাত্রী নিয়ে এটি ঢাকার উদ্দেশে রওনা হয়।