মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলারসংলগ্ন শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার অসিম মারাক ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রোহিত শর্মার হাতে মিষ্টি তুলে দেন। এ সময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ফুল উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়।