শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

ছাত্র জনতার আন্দোলনের ফসল ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ: শাহজাহান চৌধুরী 

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সাবেক এমপি শাহাজান চৌধুরী বলেছেন, বড় কষ্টের বিনিময়ে ফ্যাসিস্টদের হাত থেকে আমাদের প্রিয় জন্মভূমিকে একটা অবস্থায় এনেছি। বর্তমানে আমাদের চারটি চ্যালেঞ্জের মধ্যে সংবিধান, দুর্নীতির ব্যাপারে পদক্ষেপ নেয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা করা।

লোহাগাড়ায় একতা পরিবারের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা  হাসান রউফি।

শাহজাহান চৌধুরী বলেন, ‘জামায়াত-শিবিরের কর্মীরা কোন অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। লোহাগাড়ায় উপজেলার পুটিবিলা, চুনতি এলাকায় বালু মহলকে কেন্দ্র করে এলাকাবাসী ও অপর একটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন সামাধানের প্রাণপণ চেষ্টা করেছে। তারপরও কিছু ঘটনা ঘটেছে। বালু মহল নিয়ে সরকারী নিয়ম আছে। যারা সরকারি বিধি মোতাবেক ইজারা নিবে তাদের সাথে সমঝোতা করে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের রিযিকের মালিক এক আল্লাহ্। জোর করে কোন কিছু করা বা জবরদস্তি করা ইসলামে জায়েজ নাই। অবৈধ ভাবে সম্পদ আহরণের পরিণতি ভয়ংকর।’

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন জিএম ফরিদুল আলম, অ্যাডভোকেট রেজাউল করিম, মাস্টার মোবারক হোসেন, শাহ্জাহান চৌধুরীর ব্যক্তিগত সচিব মো. আরমান, জামায়াত নেতা ইকবাল হোসেন, মো. আদিল প্রমুখ।  সঞ্চালনায় ছিলেন মাওলানা মুসা তুরাইন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত