শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

টানা ৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পিএম

টানা ৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় টানা ৮ দিন বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের কার্যক্রমসহ আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আলহাজ আমিনুল হক জানান, আগামী ২৮ মার্চ থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার দু দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হলেও বন্দর থেকে কোনও পণ্যচালান খালাশ হয়নি। তবে রবিবার (৬ এপ্রিল) থেকে পুনরায় বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল হবে।

কাস্টমস সূত্র জানায়, গত ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় মোট ১২০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, টানা ৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। মালামাল আনলোডের জন্য বন্দরে ২ হাজার শ্রমিক কাজে যোগদান করেছে। আগামী ৬ এপ্রিল থেকে যথারীতি এ বন্দরের সকল কার্যক্রম শুরু হবে এবং বন্দরের কর্মতৎপরতা বাড়বে। ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল।

তিনি আরও বলেন, ওপারে দাঁড়িয়ে থাকা কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক দাড়িয়ে আছে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায়। সকাল থেকে ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। সকাল থেকে এ পর্যন্ত ৭০টি ট্রাক মালামাল আমদানি হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত