বিশ্ববাজারে সোনার দাম বেড়েই চলছে। এতে ইতিহাসে প্রথমবারের মতো ৩ হাজার ৩০০ মার্কিন ডলারের ওপরে উঠেছে প্রতি আউন্স সোনার দাম। এর প্রভাবে দেশের বাজারেও বাড়তে পারে দাম।
যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের মধ্যেই হয়েছে দরের এই উত্থান। কারণ দুই বৃহৎ অর্থনীতির মধ্যে এই বাণিজ্য যুদ্ধ স্বর্ণে বিনিয়োগ আকৃষ্ট করছে। ফলে বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববাজারে স্পট সোনার দাম প্রতি আউন্স রেকর্ড ৩ হাজার ৩০৫ ডলার ৩৫ সেন্ট। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং করপোরেশন বা এএনজেড পূর্বাভাস দিয়েছে, বছরের শেষ নাগাদ সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৬০০ ডলারে পৌঁছাবে
এদিকে গত ১২ মাসে স্বর্ণের দরে ৪০ শতাংশের মতো উত্থান হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) যা ৩ হাজার ৩১৮ ডলারে পৌঁছায়। তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদহার কর্তনের বিষয়ে কিছু জানাতে পারেন এই সম্ভাবনায় তার ভাষণের আগে দর ৩ হাজার ৩০০ ডলারের নিচে নেমে আসে।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার প্রতিটি দেশের জন্য পৃথক শুল্ক আরোপের ঘোষণা দেবেন এমন আশঙ্কায় কয়েক দফায় বিশ্ববাজারে সোনার দাম বেড়ে মার্চের শেষ দিকে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ১৫০ ডলার ছাড়িয়ে যায়।