ঘরের মাঠে বিবর্ণ পারফরমেন্সে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় ঘটল রিয়াল মাদ্রিদের। বুধবার রাতের ম্যাচে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে প্রথম লেগে ৩-০ গোলে জয় পাওয়া আর্সেনাল। এই পরাজয়ের পেছনে ম্যাচের শুরুতে একটি পেনাল্টি বাতিল হওয়াকেই দায়ী করছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
২৩তম মিনিটে ডেক্লান রাইসের বাধায় কিলিয়ান এমবাপে বক্সে পড়ে গেলে সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রাইসকে দেখান হলুদ কার্ড। তবে আর্সেনালের এই মিডফিল্ডার ও তার সতীর্থরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। আর্সেনালের প্রতিবাদের মুখে সাধারণ সময়ের চেয়ে অনেকটা বেশি সময় নিয়ে ভিএআর পরীক্ষা করা হয়। সেই পরীক্ষা শেষে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘দুই ম্যাচেই আর্সেনাল আমাদের চেয়ে ভালো ছিল, এটা মেনে নিতেই হবে। সেমি-ফাইনালে খেলা তাদের প্রাপ্য ছিল। আমরা চেষ্টা করেছি। পরিস্থিতি বদলানোর জন্য ইতিবাচক একটি মুহূর্তের প্রয়োজন ছিল। সেটি হতে পারত সেই পেনাল্টি, যেটির বাঁশি বেজেছিল, কিন্তু পরে বাতিল করা হয়। ওই পেনাল্টি হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।’
আর্সেনালকে কৃতিত্ব দিয়ে নিজেদের ব্যর্থতাও স্বীকার করেন রিয়াল কোচ, ‘এরপরও আমরা চেষ্টা করেছি। তবে আর্সেনালের রক্ষণ ছিল দুর্দান্ত। আমরা জায়গা বের করতে পারিনি। আমাদের জয়ের তাড়না ছিল, তবে সেটা যথেষ্ট হয়নি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া অবশ্যই হতাশাজনক। আজকের সময়টা অন্যরকম এবং এটা মেনে নিতেই হবে। এই ব্যর্থতাই আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেবে।’