মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট খেলার তীব্র বিরোধিতায় স্টিভ ওয়াহ

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পিএম

ক্রিকেট দুনিয়ার ‘তিন মোড়ল’ খ্যাত ভারত-ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার নতুন আবদার হলো দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট ব্যবস্থা। এই প্রস্তাবে শীর্ষস্থানীয় দলগুলো থাকবে প্রথম স্তরে আর অন্যদিকে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ের মতো দলগুলো রেলিগেশন হয়ে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে খেলবে। এবার এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়াহ।

টেস্ট ক্রিকেট দুই স্তরের হলে বড় দলগুলোর সঙ্গে ছোট দলগুলোর টেস্ট খেলার সুযোগ অনেকটাই কমে যাবে। তাই বার্তা সংস্থা পিটিআইকে স্টিভ ওয়াহ বলেছেন, ‘আমি দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট পছন্দ করি না। এটা দ্বিতীয় স্তরের দলগুলোকে আরও দুর্বল করে দেবে। তারা উন্নতি করতে এবং আরও ভালো ক্রিকেট খেলতে পারবে না। শীর্ষ দলগুলোই কেবল উন্নতি করতে থাকবে এবং অন্য দলগুলোর সঙ্গে বিভক্তি তৈরি হবে।’

আইসিসির বর্তমান এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) শেষ হবে ২০২৭ সালে। তবে দ্বিস্তর কাঠামো চালু হলে এটি ২০২৬ সালের মধ্যেই কার্যকর হতে পারে বলে গুঞ্জন আছে। ওয়াহ বলেছেন, ‘আমি চাই, এখনই অন্যান্য দলগুলোর উন্নতি হোক। টেস্ট ক্রিকেট খুবই শক্তিশালী। সম্ভবত সাত-আটটি দল এখনো একে অপরকে হারাতে সক্ষম। তাই আমি মনে করি টেস্ট ক্রিকেট এখন ঠিকঠাক চলছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত