মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘মুশফিক ভাই তো একা খেলেন না যে সব রান তাকেই করতে হবে’

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পিএম

সিলেট টেস্টে চরম ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। দলের প্রয়োজনে তো হাল ধরতে পারলেনই না, বরং দুই ইনিংসেই আউট হয়েছেন মাত্র ৪ রান করে। সর্বশেষ ১২ ইনিংসে তার কোনো ফিফটি নেই। চল্লিশের ঘরেও যেতে পারেননি। দলের সিনিয়র এই ক্রিকেটারকে ঘিরে সমালোচনা হচ্ছে ব্যাপক। তবে মুশফিকের সতীর্থরা এখনো তার ওপর আস্থা রাখছেন।

চট্টগ্রাম টেস্ট সামনে রেখে আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। তার কাছে প্রশ্ন ছিল- ৯৫ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন মুশফিকের রান না পাওয়াটা চিন্তার কিনা? জবাবে জাকের বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না যে ওনারই রান করতে হবে। রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। ওনাকেই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’

পরিশ্রমী হিসেবে মুশফিকের নামডাক আছে। একবার ভক্তদের খোঁচা দিয়ে বিতর্কিতও হয়েছিলেন। তবে এখনও তিনি কঠোর অনুশীলন করে যাচ্ছেন। এই তথ্য জানিয়ে বাকি ব্যাটসম্যানদের ভালো করার তাগিদ দিলেন জাকের, ‘মুশফিক ভাই সব সময় কঠোর পরিশ্রম করেন, এখনো করছেন। ব্যাটসম্যান যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে করতে হবে।’

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে পেসার হাসান মাহমুদের ৫৮ বলে ১২ রানের ইনিংসের উদাহরণ দিয়ে জাকের বলেন, ‘শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত