এএইচএফ কাপ হকিতে আগের চারবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে এবার সেমিফাইনালে ওমানের কাছে হারে বাংলাদেশ। তাতে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলা হচ্ছে না বাংলাদেশের।
এএচএফ কাপ টুর্নামেন্টে সেরার মুকুট হারিয়ে বাংলাদেশ হয়েছে তৃতীয়।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। অথচ আরেক সেমিতে এই কাজাখস্তানকে চাইনিজ তাইপে দিয়েছিল ৭ গোল (৭-১)।
আশরাদ হোসেন দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। পরে জালের দেখা পান রাকিবুল হাসান।