মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত 

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম

৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৮ মে হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা স্থগিত করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এসময় পিএসসির প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার উপস্থিত ছিলেন। উপদেষ্টা ও পিএসসির সদস্যদের আশ্বাসে পরে অনশন ভাঙেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে দীর্ঘসময় ধরে আলোচনা করে উপদেষ্টাসহ পিএসসির প্রতিনিধি দল। পরে রাজু ভাস্কর্যে এসে অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন তারা। 

এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারীরা প্রায় ৮০ ঘণ্টা যাবত অনশনে ছিলেন। আমরা প্রায় পাঁচ ঘণ্টা ধরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে আট তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া পিএসসির ৪৬তম লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পিএসসির প্রতিনিধিরা সেটা ঘোষণা দিয়েছেন। পিএসসি পর্যায়ে যেসব সংস্কার দরকার তার জন্য পিএসসি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে কাজ করবে। সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে নিয়োগ যাতে স্বচ্ছতার সাথে নিশ্চিত করা যায় সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা স্থগিত আমাদের আসল দাবি নয়। আমাদের ৮ দফা দাবিতে আন্দোলন চলমান থাকবে। সেই আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে৷ 

পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা৷  তিনি সোমবার বিকেল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গণ জমায়েতের ডাক দেন।

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার পর থেকে শাহবাগে জড়ো হতে থাকেন তারা। পরে রাত ৮টার দিকে তারা যান চলাচল বন্ধ করে দেন। পরে ৯টার দিকে অবরোধ তুলে নিলে শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত