রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজার ও ভাসানচরের স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।
আজ সোমবার ঢাকায় জাপানের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি সাইদা শিনইচি এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ল্যান্স বোনো এক্সচেঞ্জ অব নোটসে স্বাক্ষর করেন।
জানা গেছে, এই প্রকল্পের আওতায় প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণ উপকৃত হবে। প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে সাইট ব্যবস্থাপনা ও উন্নয়ন, সুরক্ষা সেবা, আশ্রয় ও নন-ফুড আইটেম বিতরণ, এলপিজি সরবরাহ, পানি-স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়ন, জীবিকায়ন সহায়তা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম।
স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, আজ এক্সচেঞ্জ অব নোটসে স্বাক্ষর করতে পেরে আনন্দিত, বিশেষ করে কক্সবাজার ক্যাম্প পরিদর্শনের পর। আশা করি, এই সমন্বিত পরিকল্পনা রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপান টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।
আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ল্যান্স বোনো বলেন, রোহিঙ্গা মানবিক সংকটের অষ্টম বর্ষে প্রবেশ করলেও সংকটের তীব্রতা এখনও কমেনি। এই সময়ে জাপান সরকারের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুদান রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জীবনরক্ষাকারী সেবা, সুরক্ষা, জীবিকায়ন সহায়তা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহৃত হবে।