নয় ম্যাচের মধ্যে ৫টিতে হেরে প্লে অফ থেকে প্রায় ছিটকে গেছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়নদের এই অবস্থায় সবাই হতাশ। গত বছর নাইট রাইডার্সের আইপিএলজয়ী দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। এখন তিনি ভারতীয় জাতীয় দলের কোচ। দলের এই অবস্থায় এখন গম্ভীরকে মিস করছে কলকাতা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের আগেরদিন বলে ফেললেন হর্ষিত রানা।
নাইট রাইডার্সের তিনটি আইপিএল জয়েই গম্ভীরের অবদান আছে- দুইবার অধিনায়ক হিসেবে, একবার মেন্টর হিসেবে। এবার তার অনুপস্থিতিতে আবার ধুঁকছে আজিঙ্কা রাহানের দল। অক্ষর প্যাটেলদের মুখোমুখি হওয়ার আগের দিন হর্ষিত জানালেন তিনি গম্ভীরের অভাব অনুভব করছেন।
ঘরোয়া ক্রিকেটে দিল্লি হর্ষিতের ঘরের মাঠ। তবু হর্ষিত বলেছেন, ‘আমাদের দলের কোচিং স্টাফ মোটামুটি একই আছে। অভিষেক নায়ার যোগ দিয়েছেন। চন্দ্রকান্ত পণ্ডিত স্যারও আছেন। আমরা যে পরিবেশে অভ্যস্ত বা পছন্দ করি, তেমন পরিবেশই পাচ্ছি। তবু একটা উত্তেজনার অভাব আছে শিবিরে।’
ভারতীয় গণমাধ্যমের দাবি, হর্ষিত বোঝাতে চেয়েছেন যে গম্ভীরের উপস্থিতি দলের মধ্যে যে উত্তেজনা তৈরি করেছিল, সেটা এবার নেই। সহকারী কোচ হিসাবে অভিষেক ফিরে আসায় অবশ্য খুশি হর্ষিত, ‘অভিষেক স্যার খুবই ভালো মানুষ, খুব বুদ্ধিমান। ক্রিকেটটা দারুণ বোঝেন। ভারতীয় ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে। সব সময় উন্নতির চেষ্টা করেন। আমরা যথেষ্ট সাহায্য পাচ্ছি।’
গম্ভীরের অনুপস্থিতিতে দলে আত্মবিশ্বাসের অভাব হয়েছে কিনা- এ বিষয়ে কিছু বলতে চাননি হর্ষিত। তবে দলে একাধিক প্রথম সারির ভারতীয় খেলোয়াড় থাকলেও প্রত্যাশিত সাফল্য কেন আসছে না –এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের দলের স্থানীয় বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। থুতু ব্যবহার করতে পারায় রিভার্স সুইং করানো যাচ্ছে। তবু পারফরম্যান্সে খুব একটা খুশি নই। স্পিন বিভাগ নিয়ে আমার কোনো চিন্তা নেই।’