এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ফাইনালে খেলা হলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের। বুধবার জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেল তাদের ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে। ম্যাচটিতে রোনালদো অন্তত দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। শেষ পর্যন্ত বড় শিরোপা জিততে না পারার হতাশা নিয়েই তাকে মাঠ ছাড়তে হয়।
জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে ২১টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে আল নাসর। অন্যদিকে মাত্র ৯টি শট নিয়ে পাঁচটই লক্ষ্যে রাখে কাওয়াসাকি, যার ৩টি গোল হয়েছে। ম্যাচের ১০ মিনিটে তাতসুয়া ইতো জাপানি ক্লাবকে এগিয়ে নেন। সাদিও মানে ২৮তম মিনিটে আল নাসরকে সমতায় ফেরান। বিরতির চার মিনিট আগে ইউতো ওজেকি কাওয়াসাকিকে এগিয়ে নেন।
৭৬তম মিনিটে আকিহিরো ইয়েনাগা স্কোর ৩-১ করেন। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে আইমান ইয়াহিয়া দ্বিতীয় গোল করে ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি আল নাসর। শেষ দিকে দুটি ফ্রি কিকসহ তিনটি গোলের সুযোগ মিস করেন রোনালদো। প্রথমার্ধে তার একটি শট পোস্টে লেগে ফেরে। সৌদি ক্লাবের হয়ে আরেকটি শিরোপাহীন মৌসুম কাটলো ৪০ বছর বয়সী ফরোয়ার্ডের।