বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে শেষ ৬ মিনিটে পাওয়া দুই পেনাল্টি থেকে স্কোর করে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। অবশ্য রেফারির শেষ বাঁশির পর পরই হাতাহাতিতে লিপ্ত হন দুই দলের দুই বিদেশি ফুটবলার।
মোহামেডানের টনি সানডের সঙ্গে এসে কথা কাটাকাটি শুরু করেন পুলিশের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো কুইপাপা। সুলেমান দিয়াবাতে এসে ঝগড়া থামানোর চেষ্টা করার ফাঁকে হাতাহাতিতে লিপ্ত হন দুজন।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এর আগে এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে সানডের গোলেই লিড পায় সাদা-কালোরা। মেহেদীর ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান তিনি। ৬৫ মিনিটে পেনাল্টি পেলে সেখান থেকে দানিলো সমতা টানেন পুলিশের হয়ে। ৮৮ মিনিট পর্যন্ত ওই ১-১ গোলেই সমতা ছিল ম্যাচে।
ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগুচ্ছে তখনই রেফারির বিতর্কিত বাঁশিতে ভাগ্য খুলে যায় মোহামেডানের। ৮৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় তারা। বক্সের জটলায় দিয়াবাতেকে পেছন থেকে ফেলে দেওয়ার অভিযোগে দানিলোকে দায়ী করা হয়। সেই পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন মোজাফফরভ। আর ছয় মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সানডে একক প্রচেষ্টায় গোল করে মোহামেডানের জয় নিশ্চিত করেন।
এর পরেই বাধে বিপত্তি। দুজনের ঝগড়া চলার মধ্যেই মাঠে ঢুকে পড়েন সমর্থকেরা। ক্লাব দুটির অফিশিয়ালরা এসে নিবৃত্ত করেন দুজনকে। ১৩ রাউন্ড শেষে মোহামেডানের পয়েন্ট হলো ৩৪। অন্য ম্যাচে যোগ করা সময়ে আবু ইউসুফ সিফাতের গোলে ফর্টিসকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স।
এই জয়ে শিরোপা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে সাদা-কালোদের। ১৩ ম্যাচে ১১ জয় এক ড্র ও এক হারে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। অন্যদিকে পুলিশ ষষ্ঠ হারের তেতো স্বাদ পেয়েছে মঙ্গলবার। ১৯ পয়েন্ট নিয়ে তারা থাকছে পঞ্চমস্থানেই।